ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধানের উপস্থিতি

২০২৫ ডিসেম্বর ০২ ২৩:১৪:৩১
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধানের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে যান দেশের তিন বাহিনীর প্রধান।

সোমবার রাত ৯টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বসুন্ধরায় অবস্থিত হাসপাতালটিতে পৌঁছান বলে আইএসপিআর জানিয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে বেশ সঙ্কটজনক, যা নিয়ে চিকিৎসকেরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই। চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন ঠিকই, তবে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে কি না—তা বোর্ডের সদস্যরা মূল্যায়ন করছেন। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা এসে তাঁকে পর্যবেক্ষণ করবেন; এরপর বিদেশে নেওয়ার প্রয়োজন বা উপযুক্ত অবস্থা আছে কি না তা নির্ধারণ হবে।

জাহিদ হোসেন আরও বলেন, রোগীর বর্তমান অবস্থা বিবেচনায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। তবে চিকিৎসা ও স্থানান্তর সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মেডিকেল বোর্ডের পরামর্শের ওপর নির্ভর করছে।

সিরাহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে