ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইমরান খানকে নিয়ে নতুন তথ্য প্রকাশ

২০২৫ ডিসেম্বর ০৩ ০৯:১০:৪৮
ইমরান খানকে নিয়ে নতুন তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন—রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছেন তার বোন উজমা খান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন,“আমার বোনদের—আলিমা এবং নওরীনের—সঙ্গে পরামর্শের পর বিস্তারিত জানাব।”

ইমরানের কারাগারে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তার সঙ্গে পরিবারের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। দলের পক্ষ থেকে ঘোষিত আন্দোলনের আগেই এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।

জিও নিউজের খবরে বলা হয়েছে, উজমা খানকে আগে থেকেই জানানো হয়েছিল যে তাকে কারাগারের ভেতরে সরাসরি ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হবে।সাক্ষাৎ শেষে তিনি বলেন, “অবশেষে অনুমতি পেয়েছি, খুব খুশি। বাইরে এসে সব জানাব।”

এদিকে আদিয়ালা কারাগার এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কারাগার ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আদিয়ালা জেল রোডে পাঁচটি নতুন চেকপোইন্ট বসানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে