ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কারাগার থেকে ইমরান খানের নতুন দাবি

২০২৫ ডিসেম্বর ০৪ ১০:২১:০৬
কারাগার থেকে ইমরান খানের নতুন দাবি

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। গত বুধবার (৩ ডিসেম্বর) তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত দীর্ঘ এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

এর আগের দিন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন তার বোন ড. উজমা খান। সাক্ষাতের সময়ই ইমরান তাকে নির্যাতনের বিষয়ে জানান। পরে সেই তথ্যই তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়।

কারাগারে তার অবস্থা প্রসঙ্গে ইমরান লিখেছেন,“আমাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে। এমন এক সেলে আটকে রাখা হয়েছে যেখানে গত চার সপ্তাহে একজন মানুষের সঙ্গেও আমার কথা হয়নি। বাইরের দুনিয়া থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কারাগারের নিয়ম অনুযায়ী আমাকে যে মৌলিক সুবিধা দেওয়ার কথা, সেগুলোও কেড়ে নেওয়া হয়েছে।”

ইমরান আরও দাবি করেছেন, তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে সাজানো মামলায় আটক রাখা হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন,“অসীম মুনিরের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক। তার এসব সিদ্ধান্তের কারণে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পাকিস্তানকে নিয়ে তার কোনো উদ্বেগ নেই—শুধু পশ্চিমা শক্তিকে খুশি করতেই উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন যে,“মুনির প্রথমে আফগানদের হুমকি দেন, পরে পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বের করে দেন এবং ড্রোন হামলাও চালান। এর ফলেই এখন সন্ত্রাসবাদ বেড়ে গেছে।”

অসীম মুনিরকে মানসিকভাবে অস্থিতিশীল বলেও মন্তব্য করেছেন ইমরান খান। তার ভাষায়,“নৈতিকতার দেউলিয়াত্ব পাকিস্তানের সংবিধান ও আইনকে ধ্বংস করে দিয়েছে।”

২০২২ সালের আস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। এরপর প্রধানমন্ত্রী হন শেহবাজ শরিফ। ক্ষমতা হারানোর পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়।২০২৩ সালে তিনি প্রথমে গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেলেও একই বছরের আগস্টে আবার গ্রেফতার হন। তখন থেকেই তিনি কারাবন্দি আছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে