ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

২০২৫ নভেম্বর ২৫ ১৫:৩১:০৫
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন(LIVE)

সরকার ফারাবী: গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ক্রমেই একতরফা রূপ নিচ্ছে। চতুর্থ দিনের তৃতীয় সেশন শুরুর আগেই দক্ষিণ আফ্রিকার লিড ৫০০ রান ছুঁয়ে ফেলায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরিই প্রোটিয়াদের হাতে। দ্বিতীয় ইনিংসেও দ্রুত রান তুলে তারা এখন ইনিংস ঘোষণার আদর্শ সময়টিই ভাবছে।

ম্যাচের বর্তমান অবস্থা

দলপ্রথম ইনিংসদ্বিতীয় ইনিংস (চলমান)মোট লিড
দক্ষিণ আফ্রিকা ৪৮৯ ২৩১/৪ (৭৫.২ ওভার) ৫১৯ রান
ভারত ২০১

বিশ্লেষণ: জয়ের দরজায় দাঁড়িয়ে প্রোটিয়ারা

ডিক্লেয়ারেশনের হিসাব–নিকাশ

লিড ইতোমধ্যে ৫১৯। অধিনায়কের কাছে এখন বড় প্রশ্ন কখন ঘোষণা দিলে ভারতকে অলআউট করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে? ৫২০ রানের লক্ষ্য দাঁড়ালে ভারতের জন্য তা প্রায় অবিশ্বাস্য উচ্চতা।

ভারতের প্রথম ইনিংসের ধসেই ম্যাচের মোড়

২০১ রানে গুটিয়ে যাওয়ার পর থেকেই ভারত ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়। গুয়াহাটির সহায়ক উইকেটে চতুর্থ ইনিংসে এমন লক্ষ্য তাড়া করা স্বপ্নও দেখার মতো নয়। এখন তাদের মূল লড়াই পাঁচ সেশনের বেশি সময় ধরে somehow টিকে থেকে ড্র আদায় করা।

বোলারদের বিশ্রাম নাকি দ্রুত আক্রমণ?

দক্ষিণ আফ্রিকা চাইলে আরও কিছু রান যোগ করে বোলারদের কিছুটা বিশ্রাম দিতে পারে। তবে দিনের আলো কমে যাওয়ার আগেই ভারতকে ব্যাটে নামানোও সমান জরুরি।

ভারতের সামনে কঠিন বাস্তবতা

প্রায় পাঁচ সেশন ব্যাট করে ম্যাচ বাঁচানো এটাই এখন ভারতের একমাত্র পথ। ৫২০ রানের অপ্রতিরোধ্য লক্ষ্য তাড়া নয়, বরং উইকেটে স্থির থাকা হবে বড় চ্যালেঞ্জ।

লাইভ দেখতে এখানেক্লিককরুন।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে