ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

মুনাফা তোলার মিশ্র প্রবণতা শেয়ারবাজারে

২০২৫ নভেম্বর ২৫ ১৫:০৭:১৬
মুনাফা তোলার মিশ্র প্রবণতা শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ নভেম্বর) শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। ধারাবাহিক উত্থানে ইতিমধ্যে অনেকেই লোকসান কাটিয়ে কিছুটা মুনাফা তুলতে শুরু করেছে। যার ফলে এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। আজ ডিএসইর প্রধান সূচক সামান্য কমলেও অপর দুই সূচক বেড়েছে। আর লেনদেন সামান্য বেড়েছে। এছাড়া, লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৮.২৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৫.৪৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩২.৮৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৯টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৫ কোটি ৯৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৩ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২১টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ১৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫.১৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৬০.৬৪ পয়েন্ট বেড়েছিল।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে