ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

একদিনে স্বর্ণের দাম লাফিয়ে বাড়ল

২০২৫ নভেম্বর ২৫ ১৬:০৭:৪৫
একদিনে স্বর্ণের দাম লাফিয়ে বাড়ল

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর জোরালো ইঙ্গিতের পর সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য এক দিনে প্রায় ১ শতাংশ বৃদ্ধি পায়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ১.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,১১১.৮৬ ডলার হয়েছে। একই সময় ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ০.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,০৯৪.২ ডলারে লেনদেন হয়।

টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান বার্ট মেলেক জানান, বাজারে ক্রমেই ধারণা জোরালো হচ্ছে যে, ডিসেম্বরেই ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পথে হাঁটবে।

ফেডের ইঙ্গিতই মূল কারণ

নিউইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামস শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রে সুদের হার “নিকট ভবিষ্যতে” কমানো যেতে পারে। এতে মুদ্রাস্ফীতির লক্ষ্য ব্যাহত হবে না বরং শ্রমবাজারের স্থিতিশীলতা নিশ্চিত হবে।

সোমবার সিএমই ফেডওয়াচ টুল দেখায়—সেপ্টেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা ৭৯ শতাংশ।

মেলেক আরও বলেছেন, চলতি সপ্তাহে আসা ডেটাগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকছে কি না, সেটাই নির্ধারণ করবে স্বর্ণের পরবর্তী গতি। তবে সব মিলিয়ে স্বর্ণের দাম বাড়ার পক্ষে বর্তমান পরিস্থিতি শক্ত অবস্থানেই রয়েছে।

ভূ-রাজনীতি স্বর্ণের দামে চাপ দিচ্ছে

স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল বলেন, ফেডের সিদ্ধান্ত নিয়ে জল্পনা এবং বিশেষ করে ইউক্রেনকে ঘিরে ভূ-রাজনৈতিক পরিবর্তন স্বর্ণের দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। তবে তার মতে, দাম এখনও ৪,০০০ থেকে ৪,১০০ ডলার সীমার মধ্যেই থাকতে পারে।

রুপা ও প্লাটিনামের দামও বেড়েছে

রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে রুপার দামও বেড়ে আউন্সপ্রতি ৫০.৮৪ ডলার হয়েছে, যা ১.৭ শতাংশ বৃদ্ধি। প্লাটিনামের দাম বেড়ে আউন্সপ্রতি ১,৫৪৫.৯১ ডলার, বৃদ্ধির হার ২.৩ শতাংশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে