ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত

২০২৫ নভেম্বর ২৫ ১১:৩৭:৫১
খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, চলমান চিকিৎসায় জটিলতা না কাটলে তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বা হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হতে পারে।

গত রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য সোমবার সন্ধ্যায় জানান, খালেদা জিয়ার নিউমোনিয়ার পাশাপাশি বয়সজনিত অন্যান্য জটিলতা বেড়েছে। সব পরীক্ষা একসঙ্গে করা সম্ভব না হলেও, বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে এবং ফলাফলের মধ্যে ভালো-খারাপ উভয় দিকই আছে। চিকিৎসকরা আশা করছেন, সপ্তাহখানেক হাসপাতালে থাকতেই হবে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, কয়েক মাস ধরে খালেদা জিয়া ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। বর্তমানে তাঁর বুকে সংক্রমণ এবং পূর্ববর্তী হার্ট সমস্যা (স্থায়ী পেসমেকার ও স্টেন্টিং) থাকার কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। তিনি এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থার ওপর সর্বোচ্চ সতর্কতা নিয়েই চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুসারে চিকিৎসা পরিবর্তনের সিদ্ধান্ত বোর্ড নেবে।

তিনি আরও জানান, লন্ডন থেকে তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন। বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে