ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৫ নভেম্বর ২৫ ১৫:০৭:৩৫
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির অভিযোগের ভিত্তিতে প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ মোট ২০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন

– ইকবালের ছেলে ও ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইমরান ইকবাল

– ভাই মঈন ইকবাল

– বোন নওরীন ইকবাল

– ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আবু জাফর, কাজী আব্দুল মজিদ

– সাবেক এমডি ও সিইও খন্দকার ফজলে রশিদ, এম শাহ আলম সারোয়ার, নিয়াজ হাবীব, মাসিহুল হক চৌধুরী, কে এ এ এম মাজেদুর রহমান, ড. এম রিয়াজুল করিম

– অতিরিক্ত এমডি সৈয়দ নওশের আলী, শহীদ হাসান মল্লিক, শাহেদ সেকান্দার

– সাবেক অতিরিক্ত এমডি শামসুদ্দিন চৌধুরী

– পরিচালক আরিফ আলম, ফৌজিয়া রেকজা বানু

– সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন ম্যানেজার এ এম ওমর খসরু

– ফরিদা ইয়াসমিন

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন। দুদকের পক্ষে উপপরিচালক হোসাইন শরীফ বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদক জানিয়েছে, এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যরা পরস্পর যোগসাজশে—প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন কার্যালয় ও শাখার ভাড়া বাবদ ১,৪৩৭ কোটি টাকা আত্মসাৎ,প্রিমিয়ার ব্যাংক থেকে ২০,০০০ কোটি টাকা মানিলন্ডারিং,নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণ দেখিয়ে ৪,৮১৮ কোটি টাকা আত্মসাৎ,স্টেশনারি বাবদ ব্যয় দেখিয়ে ১,৯৫০ কোটি টাকা আত্মসাৎ,ভুয়া এফডিআর খোলার মাধ্যমে অবৈধ মুনাফা দিয়ে শত কোটি টাকা আত্মসাৎ,প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন, বিপিএল এবং টিভি প্রচারণার নামে বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে দুদক বলেছে, অভিযুক্তরা বিদেশে অর্থপাচারে জড়িত থাকার পাশাপাশি দেশত্যাগের চেষ্টা করছেন। তারা দেশ ছাড়তে পারলে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন স্থগিত করা জরুরি বলে দুদক উল্লেখ করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে