ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

জেএমআই হসপিটালের আর্থিক প্রতিবেদন ঘিরে অডিটরের উদ্বেগ

২০২৫ নভেম্বর ২৪ ২০:৩৫:২৪
জেএমআই হসপিটালের আর্থিক প্রতিবেদন ঘিরে অডিটরের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও তার সহযোগী প্রতিষ্ঠান-এর ২০২৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে নিরীক্ষক ‘কোয়ালিফাইড অপিনিয়ন’ দিয়েছেন । কোম্পানিটির নিরীক্ষক কিছু ক্ষেত্রে কোম্পানির আর্থিক হিসাবের যথার্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও তারা সামগ্রিক আর্থিক অবস্থার উপর মূল মতামত পরিবর্তন করেননি।

নিরীক্ষকের মতামতের মূল কারণটি হলো সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড । সহযোগী এই প্রতিষ্ঠানটি ‘ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রগ্রেস’ বা চলমান নির্মাণকাজের অধীনে ৮ কোটি ৮২ লাখ দুই হাজার ৭৩৮ টাকা ‘স্টার্ট-আপ কস্ট’ হিসেবে দেখিয়েছে । নিরীক্ষক জানিয়েছেন, এই ব্যয়টি আইএএস ১৬ অনুযায়ী ‘সরাসরি দায়বদ্ধ ব্যয়’-এর সংজ্ঞা পূরণ করে না ।

এছাড়া, সহযোগী প্রতিষ্ঠানটি আইএফআরএস ১৬ লিজ নীতিমালার নিয়ম মেনে কিছু রেন্টাল খরচও সঠিকভাবে হিসাবভুক্ত করেনি । এই বিষয়ে জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের নিজস্ব নিরীক্ষা প্রতিবেদনেও কোয়ালিফাইড অপিনিয়ন দেওয়া হয়েছিল। যেহেতু এই ত্রুটিপূর্ণ অঙ্কটি সম্মিলিত আর্থিক প্রতিবেদনের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তাই পুরো গ্রুপের কনসোলিডেটেড আর্থিক প্রতিবেদনের উপরও একই ভিত্তিতে শর্তসাপেক্ষে মতামত দেওয়া হয়েছে ।

অন্যদিকে, নিরীক্ষা প্রতিবেদনে ‘অন্যান্য বিষয়াদি’ অনুচ্ছেদে ইতিবাচক প্রক্রিয়াগত দিক তুলে ধরা হয়েছে। নিরীক্ষক নিশ্চিত করেছেন যে, মূল কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর জন্য গ্রুপ অডিটর এবং সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড-এর জন্য কম্পোনেন্ট অডিটর উভয়ের পক্ষেই পৃথক আর্থিক প্রতিবেদনের জন্য ‘ডকুমেন্ট ভেরিফিকেশন কোড’ গ্রহণ করা হয়েছে ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে