ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন এখনো চালু না হওয়ার কারণ

২০২৫ নভেম্বর ২৪ ১৫:২৫:৪৪
বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন এখনো চালু না হওয়ার কারণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ডেঙ্গু আর মৌসুমি রোগের পর্যায়ে নেই; সারা বছরই সংক্রমণ বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। ফলে অনেকেই জানতে চাইছেন—ডেঙ্গুর ভ্যাকসিন থাকা সত্ত্বেও বাংলাদেশে কেন তা ব্যবহার করা হচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমানে বিশ্বে ডেঙ্গাভেক্সিয়া ও কিউডেঙ্গা—এই দুটি ভ্যাকসিন ব্যবহৃত হলেও দুটিরই বয়স, পূর্ব–সংক্রমণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া–সংক্রান্ত সীমাবদ্ধতা রয়েছে। ডেঙ্গাভেক্সিয়া নিতে হলে ভ্যাকসিনগ্রহীতার আগে একবার ডেঙ্গুতে আক্রান্ত থাকা বাধ্যতামূলক, কারণ প্রথমবার আক্রান্ত না হলে এ ভ্যাকসিন জটিলতা বাড়াতে পারে। কিউডেঙ্গা মূলত ৬–১৬ বছর বয়সীদের জন্য অনুমোদিত, এবং এটি এখনো সর্বজনীনভাবে নিরাপদ বলে ঘোষিত হয়নি।

ফলে বাংলাদেশ সরকার এখনো ভ্যাকসিন আনতে সতর্ক অবস্থান নিয়েছে। জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটিও এখনো সবার জন্য উপযোগী টিকা ব্যবহারের সুপারিশ দেয়নি। বিশেষজ্ঞদের মতে, অপর্যাপ্ত গবেষণা, বয়সসীমার ঝুঁকি, পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা এবং মহামারি ঘোষণার মতো নীতিগত জটিলতার কারণে সরকার আপাতত ভ্যাকসিন নয়—মশা নিয়ন্ত্রণ, রোগ শনাক্তকরণ ও চিকিৎসা–সুবিধাকেই অগ্রাধিকার দিচ্ছে।

বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন গবেষণার কাজ আগেও হয়েছে। ২০১৩ সালে আইসিডিডিআরবি যুক্তরাষ্ট্রের গবেষকদের সহায়তায় TV005 নামের একক–ডোজ চার–সেরোটাইপ ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল করে, যা ভবিষ্যতে নিরাপদ সমাধান হতে পারে। তবে তৃতীয় ধাপের ট্রায়াল ও অনুমোদন প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিউডেঙ্গাকে প্রাক–যোগ্যতা (pre-qualification) প্রদান করায় ভবিষ্যতে বাংলাদেশ চাইলে এই টিকা সহজে ক্রয় করতে পারবে। তবে সরকার এখনো কোনো ভ্যাকসিন ব্যবহারের ঘোষণা দেয়নি। বিশেষজ্ঞদের মতে, ভ্যাকসিন থাকলেও ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা ও জনগণের সচেতনতা বৃদ্ধি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে