ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের সামনে যেই দাবি জানালেন শায়খ আহমাদুল্লাহ 

২০২৫ নভেম্বর ২৪ ১১:১৭:১৯
তারেক রহমানের সামনে যেই দাবি জানালেন শায়খ আহমাদুল্লাহ 

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি অনুষ্ঠিত এক ইমাম খতিব সম্মেলনে শায়খ আহমাদুল্লাহ দেশের স্বাধীনতার অর্ধশতক পূর্তি উদযাপনকালে ইমাম-মুয়াজ্জিন এবং আলেম-ওলামাদের অবদানকে রাষ্ট্র কর্তৃক পর্যাপ্ত স্বীকৃতি না দেওয়ার বিষয়টি তুলে ধরেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন।

তিনি বলেন, দীর্ঘ ৫০ বছরেও ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় স্বীকৃতি সেভাবে দেওয়া হয়নি, যা তাদের অবদানের তুলনায় নিতান্তই অপর্যাপ্ত। প্রায় ৩ লক্ষ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা সামাজিক ও নৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।শায়খ আহমাদুল্লাহ জোর দিয়ে বলেন যে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সামাজিক সচেতনতা তৈরি এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার মতো কঠিন সময়েও ধর্মীয় ব্যক্তিত্বরা নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি দুঃখ প্রকাশ করেন যে, দেশের এই গুরুত্বপূর্ণ অংশকে তেমন কোনো সুযোগ বা আর্থিক সহায়তা দেওয়া হয়নি।

তার বক্তব্যে উঠে আসে যে, দেশের নিরাপত্তা, পরিচ্ছন্নতা অভিযান, দারিদ্র্য বিমোচন, এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে মসজিদভিত্তিক কার্যক্রমের এক বিশাল অবদান রয়েছে, যা প্রায় ৩ কোটি মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করার সক্ষমতা রাখে।

শায়খ আহমাদুল্লাহ তার বক্তব্যে পরিষ্কারভাবে জানান যে, তিনি সালাউদ্দিন ভাইয়ের সাথে একমত পোষণ করেন যে, উন্নয়নের জন্য শুধুমাত্র রাষ্ট্রের সাহায্যের ওপর নির্ভর না করে, বরং আলেম-ওলামাদের এই কাজগুলো নিজ উদ্যোগে করার জন্য সুযোগ সৃষ্টি করা উচিত।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশের রাজনৈতিক নেতৃত্ব যদি আলেম সমাজের প্রতি আরও আন্তরিক ও শক্তিশালী মানসিকতা নিয়ে কাজ করতেন, তবে তাদের দেওয়া অবদানকে স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হতো। তিনি আশা প্রকাশ করেন, আগামীর বাংলাদেশে মসজিদভিত্তিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার মতো বিষয়গুলো কার্যকরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে এবং ইমামদের যথাযথ বেতন-ভাতার ব্যবস্থা করতে হবে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, "আলেমদের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে, তবে সেই জাতি পৃথিবীর বুকে আর কারও চেয়ে বড় দুর্ভাগা হতে পারে না।" তিনি আশা প্রকাশ করেন, সকল ধর্মমতের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশে পরিণত করার পথে এগিয়ে যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে