ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

রেনাটার শক্তিশালী উপস্থিতি যুক্তরাজ্যের ওষুধ বাজারে

২০২৫ নভেম্বর ২৪ ১১:০২:০৩
রেনাটার শক্তিশালী উপস্থিতি যুক্তরাজ্যের ওষুধ বাজারে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান রেনাটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে নতুন হাইড্রোকর্টিসন ৫ মিলিগ্রাম ট্যাবলেট উন্মোচন করেছে। সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানায় কোম্পানিটি।

রেনাটার তথ্য অনুযায়ী, অ্যাড্রেনোকর্টিকাল বা অ্যাড্রিনাল অপ্রতুলতায় ভুগছেন এমন রোগীদের জন্য কর্টিকোস্টেরয়েড হিসেবে হাইড্রোকর্টিসন ব্যবহৃত হয়। নতুন ৫ মিলিগ্রাম ডোজ চিকিৎসকদের আরও নমনীয়তা দেবে, যা শরীরের স্বাভাবিক কর্টিসল স্তর অনুকরণে সহায়ক হবে এবং রোগী ব্যবস্থাপনায় নির্ভুলতা বাড়াবে।

ওষুধটি রেনাটার মিরপুর কারখানায় উৎপাদিত, যা যুক্তরাজ্যের এমএইচআরএ অনুমোদিত এবং ইইউ জিএমপি-সার্টিফায়েড সুবিধাসম্পন্ন একটি উৎপাদনকেন্দ্র। রেনাটা (ইউকে) লিমিটেডের ব্র্যান্ডিংয়ে ওষুধটি যুক্তরাজ্যের বাজারে বাণিজ্যিকভাবে উপলব্ধ হবে।

প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাজ্যের বাজারে ৫ মিলিগ্রাম হাইড্রোকর্টিসন সরবরাহকারী অল্প কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে রেনাটা অন্যতম। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ওষুধ শিল্পের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে এবং উচ্চমানের এন্ডোক্রাইন থেরাপির সহজলভ্যতা বাড়াতে রেনাটার অঙ্গীকারও পুনর্ব্যক্ত হলো।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে