ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

২০২৫ নভেম্বর ২৩ ২২:০৯:৫৩
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার রাত ৮টার পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁর অসুস্থতা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় পরীক্ষার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ম্যাডামের জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে, তাদের পরামর্শক্রমেই কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন এবং টেস্টের রিপোর্টগুলো পর্যালোচনা শেষে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন সাবেক প্রধানমন্ত্রী। রাত ৮টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে সর্বশেষ গত ১৫ অক্টোবর তিনি এক দিনের জন্য এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সে সময়েও তাঁর রুটিন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।

৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত। এই কারণেই নিয়মিত বিরতিতে তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে