ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে ফের চিঠি

২০২৫ নভেম্বর ২৩ ২২:০৬:১৪
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে ফের চিঠি

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে প্রতিবেশী দেশ ভারতকে নতুন করে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ সরকার। গত বছরের জুলাই-আগস্ট গণবিক্ষোভ দমনের দায়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নতুন এই উদ্যোগের কথা নিশ্চিত করেন। তবে নতুন 'কূটনৈতিক যোগাযোগের' বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

নয়াদিল্লির কূটনৈতিক একটি সূত্র ইউএনবিকে জানায়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) খলিলুর রহমান দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে (সিএসসি) অংশ নিয়ে দেশে ফেরার পরপরই ভারতের উদ্দেশ্যে এই 'নোট ভার্বাল' পাঠানো হয়। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং একই অপরাধে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাঁদের দেশে ফেরত দেওয়ার জন্য ভারতকে আহ্বান জানায়।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তখন বলেছিলেন, "তাঁদের দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। আমরা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চিঠি দেব। অবশ্যই একটি অফিশিয়াল লেটার পাঠানো হবে।" আজ তিনি আরও বলেন, ভারত আগের চিঠির জবাব না দিলেও এখন পরিস্থিতি ভিন্ন, কারণ, বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সাজাও হয়েছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কঠোর অবস্থান জানিয়েছিল যে, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের ফেরত দিতে 'ভারত বাধ্য'। বিবৃতিতে আরও বলা হয়েছিল, "যেকোনো দেশ মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ ও ন্যায়বিচারের পরিপন্থী।"

সেদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, তারা ট্রাইব্যুনালের রায় সম্পর্কে অবগত। বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে ভারত 'বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ'। বিবৃতিতে আরও বলা হয়, ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকবে।

এদিকে, আজ ঢাকায় অনুষ্ঠিত 'বে অব বেঙ্গল কনভারসেশন' শীর্ষক সম্মেলনের একটি অধিবেশনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিপিএসএস) সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান এই প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ আচরণের রীতি ভারত অনুসরণ করেলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। তিনি বলেন, "হাসিনার বিচার সম্পূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়েছে। আমাদের প্রতিবেশীরা সেই বিচারব্যবস্থাকে সম্মান জানাবে—এটাই প্রত্যাশা।" তিনি ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি উল্লেখ করে প্রশ্ন তোলেন, যদি বাংলাদেশ কিছু ভারতীয়কে ধরে রাখত এবং চুক্তি অনুযায়ী ফেরত না দিত, তাহলে ভারতের প্রতিক্রিয়া কী হতো। মুনিরুজ্জামান দৃঢ়ভাবে বলেন, বাংলাদেশি আইনে দোষী সাব্যস্ত যে কেউ হলে ভারত তাকে ফেরত দিতে আইনগতভাবে বাধ্য।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে