ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

২০২৫ নভেম্বর ২৩ ১৭:৫৭:৪২
ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি এ তথ্য জানিয়ে জানিয়েছে, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত একটি দুর্বল নিম্নচাপ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ’ এলাকায় পরিণত হয়েছে এবং সোমবার এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। বর্তমানে আবহাওয়া সিস্টেমটি দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে ঠিক কোনদিকে অগ্রসর হবে বা কোন এলাকায় আঘাত হানতে পারে—তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, নিম্নচাপটি ২৫ নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি আরও শক্তিশালী অবস্থায় পৌঁছাবে।

ভারতীয় আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়ক বলেন, মালাক্কা প্রণালি ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অনুকূল আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে, যা নিম্নচাপের তীব্রতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। পাশাপাশি ম্যাডেন–জুলিয়ান অসিলেশন পর্যায় অতিক্রম করায় সিস্টেমটি আরও শক্তি সঞ্চয় করার সুযোগ পাচ্ছে। তিনি জানান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে শক্তিশালী বাতাসের স্রোত বঙ্গোপসাগরে প্রবেশ করছে, আর সাগরের জলরাশিও বিস্তৃত—যা নিম্নচাপকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল পরিবেশ তৈরি করছে। শীতল বাতাসের প্রভাবও কমে যাওয়ায় এর শক্তিশালী হওয়ার সম্ভাবনা আরও বেড়েছে।

আবহাওয়াবিদদের মতে, ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবহাওয়া সিস্টেমটি ২ বা ৩ ডিসেম্বর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। বিশেষ করে ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে নিম্নচাপটির তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, যখন এটি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও অন্ধ্র প্রদেশ–ওড়িশা উপকূলের কাছাকাছি শক্তিশালী আকার ধারণ করতে পারে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকেই দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার ছুঁতে পারে। পরদিন ২৬ নভেম্বর এ গতিবেগ বেড়ে ৬০–৭০ এমনকি ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আর ২৭ নভেম্বর বাতাসের বেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্কবার্তা জারি করার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তরগুলো।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে