ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন

২০২৫ নভেম্বর ২২ ১১:৩২:৪৪
জি-মেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন

নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এখন ই-মেইল। ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের লগইন, অফিসিয়াল ডকুমেন্টসহ বহু সংবেদনশীল তথ্য থাকে জি-মেইল অ্যাকাউন্টে। সাম্প্রতিক সময়ে জি-মেইল হ্যাকের ঘটনা বাড়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। অনেকেই জানেন না—কীভাবে সহজ কিছু ব্যবস্থার মাধ্যমে অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা যায়।

নিচে জি-মেইলকে নিরাপদ রাখার গুরুত্বপূর্ণ কয়েকটি পদ্ধতি তুলে ধরা হলো—

১. শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন

সহজে অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করা বিপদজনক। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করবেন না।

২. টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন

পাসওয়ার্ড ছাড়াও ফোনে পাওয়া ওটিপি বা অথেন্টিকেটর অ্যাপের কোড দিয়ে লগইন নিশ্চিত করলে নিরাপত্তা বহুগুণ বাড়ে। হ্যাকাররা পাসওয়ার্ড পেলেও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে না।

৩. রিকভারি অপশন আপডেট রাখুন

রিকভারি ই-মেইল ও ফোন নম্বর সঠিক আছে কিনা নিয়মিত যাচাই করুন। হ্যাকিং বা পাসওয়ার্ড ভুলে গেলে এগুলো দিয়েই অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব।

৪. সন্দেহজনক লিঙ্ক ও অ্যাটাচমেন্ট এড়িয়ে চলুন

অজানা উৎস থেকে আসা ই-মেইলের লিঙ্কে ক্লিক করা বা ফাইল ডাউনলোড করা বিপজ্জনক। ফিশিং আক্রমণের মাধ্যমে এমন লিঙ্কেই পাসওয়ার্ড চুরি হয় বেশি।

৫. নিয়মিত সিকিউরিটি চেকআপ করুন

জি-মেইলের সিকিউরিটি চেকআপ টুল ব্যবহার করে অনুমোদিত ডিভাইস, লগইন অ্যাক্টিভিটি এবং তৃতীয় পক্ষের অ্যাপ অ্যাক্সেস পরীক্ষা করুন।

৬. পাবলিক কম্পিউটার ব্যবহার এড়ান

পাবলিক কম্পিউটার বা অজানা ওয়াইফাই থেকে জি-মেইল ব্যবহার ঝুঁকিপূর্ণ। প্রয়োজনে লগইন করলে অবশ্যই সাইন আউট করতে হবে।

৭. ব্রাউজার ও ডিভাইস আপডেট রাখুন

পুরোনো সফটওয়্যার বা ব্রাউজারে সিকিউরিটি দুর্বলতা থাকে। নিয়মিত আপডেট করলে নতুন ধরনের হ্যাকিং ঝুঁকি কমে যায়।

৮. সন্দেহজনক কার্যকলাপ মনিটর করুন

অচেনা ডিভাইস থেকে লগইন, অজানা কার্যকলাপ বা সেটিং পরিবর্তন দেখলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড বদলান এবং সিকিউরিটি রিভিউ করুন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে