ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: দেখুন সরাসরি(LIVE)

২০২৫ নভেম্বর ২২ ০৯:৫৮:৫১
চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: দেখুন সরাসরি(LIVE)

সরকার ফারাবী: মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের লড়াই শুরু হয়েছে। তৃতীয় দিনের খেলা শেষে ৩৭০ রানের বেশি লিড নিয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই, আর জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগোতে চতুর্থ দিনের প্রথম সেশনে দ্রুত রান যোগ করাই এখন দলের মূল লক্ষ্য। প্রায় ৫০০ রানের টার্গেট দাঁড় করিয়ে আয়ারল্যান্ডকে চাপে ফেলতে চায় টাইগাররা।

ম্যাচের বর্তমান চিত্র

আয়ারল্যান্ডের সামনে এখন এক কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশের বিপুল লিড ও দুর্দান্ত ফর্ম দেখে মনে হচ্ছে, ম্যাচের ভাগ্য যে কোনো সময়ই নির্ধারিত হতে পারে।

বিবরণ তথ্য
টুর্নামেন্ট: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ
ম্যাচ নং: দ্বিতীয় টেস্ট (সিরিজের শেষ ম্যাচ)
ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
তারিখ: ২২ নভেম্বর, ২০২৫ (চতুর্থ দিন)
বর্তমান স্কোর: বাংলাদেশ ৪৭৬ ও ১৬২/১ (দ্বিতীয় ইনিংসে)
আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ২৬৫ অলআউট
লিড: বাংলাদেশ ৩৭৩ রানের বিশাল লিড নিয়ে এগিয়ে।

ম্যাচ বিশ্লেষণ: রানের পাহাড়, দাপট-কৌশল

বাংলাদেশের শক্ত ভিত

ব্যাট হাতে দারুণ ব্যাটিং প্রদর্শন করেন মুশফিকুর রহিম (১০৬) ও লিটন দাস (১২৮)। তাদের জোড়া শতকে প্রথম ইনিংসে ৪৭৬ রান তুলে বিশাল স্কোর দাঁড় করায় বাংলাদেশ।

আইরিশদের প্রতিরোধ

জবাবে আয়ারল্যান্ডের ব্যাটিং ছিল নাজুক। লোরকান টাকার (৭৫*) লড়াই করলেও দল ২৬৫ রানে অলআউট হয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দৌড়

২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামা বাংলাদেশ আরও দ্রুতগতিতে রান তুলতে থাকে। দিনের শেষে সাদমান ইসলাম ৬৯* এবং মোমিনুল হক ১৯* রান নিয়ে অপরাজিত থাকেন।

চতুর্থ দিনের পরিকল্পনা

আজ সকালে বাংলাদেশ চেষ্টা করবে দ্রুত আরও ৩০–৪০ রান তুলতে। এরপরই ঘোষণার (Declaration) পথে হাঁটতে পারে টাইগাররা, যাতে আয়ারল্যান্ডের সামনে প্রায় ৪২০–৪৫০ রানের টার্গেট দাঁড়ায়। বাকিটা সময় spin আক্রমণ দিয়ে আয়ারল্যান্ডকে চাপে রেখে সিরিজ ২–০ ব্যবধানে জয়ের লক্ষ্য পূরণ করতে চাইবে বাংলাদেশ।

যেভাবে দেখবেন ম্যাচটি

সরাসরি দেখতে এখানেক্লিককরুন।

টিভিতে: টি স্পোর্টস (T Sports), জিটিভি (GTV)।

অনলাইনে / ডিজিটাল স্ট্রিমিং: ফ্যানকোড (FanCode) অ্যাপ/ওয়েবসাইট, বিভিন্ন স্থানীয় স্পোর্টস চ্যানেলের ইউটিউব বা ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে