ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

হঠাৎ যে কারনে নরসিংদী হলো ভূমিকম্পের কেন্দ্র

২০২৫ নভেম্বর ২১ ১৯:৩৯:৩২
হঠাৎ যে কারনে নরসিংদী হলো ভূমিকম্পের কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে শুক্রবার যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার কেন্দ্র ছিল নরসিংদী জেলার মাধবদী এলাকায়। আবহাওয়াবিদদের ভাষ্য, রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।

এর আগে সিলেট ও নোয়াখালী অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি হলেও ঢাকার এত কাছাকাছি এ মাত্রার ভূমিকম্প হওয়ার ঘটনা বিরল।

ভূমিকম্প গবেষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী জানান, বাংলাদেশের ভেতরে টেকটোনিক প্লেটের পাঁচটি প্রধান সোর্স রয়েছে। এর মধ্যে নোয়াখালী–কক্সবাজার, নোয়াখালী–সিলেট এবং সিলেট থেকে ভারতের দিকে যাওয়া লাইনের একটি ছোট অংশ নরসিংদীর মধ্য দিয়ে গেছে। তাই নরসিংদী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হওয়া অস্বাভাবিক নয়।

ভূমিকম্পে ৪ জেলায় মোট ৭ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাজধানীর বেশ কিছু ভবনেও ক্ষতির খবর পাওয়া গেছে।

দ্রুত পরিস্থিতি সামাল দিতে ঢাকা জেলা প্রশাসন দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য জরুরি একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর ক্ষয়ক্ষতির অবস্থা পর্যবেক্ষণ এবং উদ্ধার তৎপরতার সমন্বয় করতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়।

জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দুর্ঘটনা সম্পর্কিত যে কোনো তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নম্বর

মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮

ফোন: ০২-৪১০৫১০৬৫

জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে