ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

ফারইস্ট লাইফের সাবেক সিইও হেমায়েত উল্লাহ গ্রেপ্তার

২০২৫ নভেম্বর ২২ ০০:০১:৫২
ফারইস্ট লাইফের সাবেক সিইও হেমায়েত উল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত মঙ্গলবার বিকেলে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

ডিবি সূত্র জানায়, ফারইস্ট ইসলামী লাইফে কর্মরত অবস্থায় হেমায়েত উল্লাহ কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এবং সাবেক পরিচালক এম এ খালেকের সঙ্গে যোগসাজশে বিপুল অঙ্কের অর্থ দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে ফারইস্ট ইসলামী লাইফের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন শাহবাগ থানায় একটি মামলা করেন। এতে ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে হেমায়েত উল্লাহসহ সংশ্লিষ্টদের আসামি করা হয়। মামলাটি বর্তমানে ডিএমপির ডিবি তদন্ত করছে এবং এই মামলায়ই তাকে এবার গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর ১৯ নভেম্বর হেমায়েত উল্লাহকে সিএমএম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডিবি সূত্র জানায়, এর আগে তিনি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

ডিবি আরও জানায়, ৮১৬ কোটি টাকা আত্মসাতের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। একই মামলায় ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর তাকে আরেকবার গ্রেপ্তার করা হয়েছিল।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ওপর করা এক বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে জানা যায়, কোম্পানিটি থেকে ২,৩৬৭ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এর বাইরে ৪৩২ কোটি টাকার আরও অনিয়ম চিহ্নিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পরিচালক এম এ খালেক, সাবেক সিইও হেমায়েত উল্লাহ এবং কোম্পানির কিছু শীর্ষ কর্মকর্তারা এ বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে