ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

২০২৫ নভেম্বর ২১ ১১:৫৮:৩৫
ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের কারণে দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নবজাতকের মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সময় ভুলতা থেকে গাউছিয়া যাওয়ার পথে সড়কের পাশের একটি দেয়াল ভেঙে পড়লে নবজাতক ফাতেমা, তার মা ও প্রতিবেশী জেসমিন এর নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন এবং আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভূমিকম্পে দেয়াল ধসে এক নবজাতকের মৃত্যু হয়েছে। আহত দুই নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে