ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Sharenews24

বিএনপি-শরিকদের টানাপোড়েনে ২৩ আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত

২০২৫ নভেম্বর ১৬ ১০:৫৮:০০
বিএনপি-শরিকদের টানাপোড়েনে ২৩ আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের শুরুতে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ঘোষণার একদিন পর মাদারীপুর–১ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়। ফলে এখনো ৬৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে। দলীয় সূত্র জানায়, নভেম্বরের মধ্যেই এসব আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে।

সূত্র বলছে, প্রার্থীহীন ৬৪ আসনের মধ্যে কিছু আসন যুগপৎ আন্দোলনের সহযোগী দলগুলোর জন্য রাখা হয়েছে, আর কিছুতে রয়েছে একাধিক হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী। একই সঙ্গে ঘোষিত প্রাথমিক তালিকার প্রায় ২৩টি আসনে মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ হওয়ায় পুনর্মূল্যায়ন চলছে। এসব আসনে কয়েকজন মনোনয়নবঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে বিএনপির হাইকমান্ড স্থানীয় ও বিভাগীয় নেতাদের দায়িত্ব দিয়েছে।

দলীয় নেতারা জানান, যেসব আসনে বিরোধ তৈরির আশঙ্কা রয়েছে, সেখানে মনোনীত প্রার্থীদের মাঠপর্যায়ে নিরপেক্ষভাবে যাচাই করা হচ্ছে। এর ভিত্তিতে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনাও দেখা দিয়েছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিরোধপূর্ণ আসনগুলোতে মনোনীত ও মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। কিছু আসনে প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তবে শিগগিরই সব আসনেই মনোনয়ন ঘোষণা করা হবে।”

দলের নীতিনির্ধারকদের মতে, বিএনপি চায় ফেব্রুয়ারির প্রথম দিকে নিরবচ্ছিন্নভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে তারা ইতিবাচকভাবে দেখছেন। তফসিল আগামী মাসের শুরুতেই ঘোষণা হতে পারে ধরে নিয়ে, তার আগেই প্রার্থী তালিকা ও শরিকদের সঙ্গে আসন সমঝোতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর অভিযোগ, বিএনপি তাদের প্রার্থীদের এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করায় তারা প্রচারে নামতে পারছেন না। অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা একই আসনে প্রচারণা চালানোয় মাঠে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করছেন মিত্র নেতারা।

গত সপ্তাহ থেকে শরিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, “বিএনপি মৌখিকভাবে ইঙ্গিত দিলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। দ্রুত মিত্রদের প্রার্থী তালিকা প্রকাশ জরুরি।”

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “বিএনপি তাদের প্রার্থী ঠিক করলেও মিত্রদের সঙ্গে আসন সমঝোতায় অগ্রগতি ধীর। এভাবে চললে মিত্রদের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, যা রাজনৈতিক ঝুঁকি ডেকে আনবে।”

তিনি আরও বলেন, “বিএনপিকে যেমন তাদের প্রার্থীদের বিজয়ের জন্য কাজ করতে হবে, তেমনি আন্দোলনের শরিকদের বিজয় নিশ্চিত করাও তাদের দায়িত্ব।”

এই বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “চলতি মাসেই মনোনয়ন প্রক্রিয়া শেষ হবে। শরিকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে।” তিনি আরও জানান, আরপিও সংশোধন না হলে শরিকদের তাদের নিজ নিজ প্রতীকেই নির্বাচন করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে