ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Sharenews24

লোকসান থেকে মুনাফায় ফিরেছে ইফাদ অটো

২০২৫ নভেম্বর ১৬ ০৭:৪৭:১৩
লোকসান থেকে মুনাফায় ফিরেছে ইফাদ অটো

নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে বাণিজ্যিক যানবাহনের বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে আয় ও মুনাফায় ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস পিএলসি। কোম্পানিটি সদ্য সমাপ্ত প্রান্তিকে আয় বেড়েছে প্রায় ৭৪ শতাংশ। চলতি ২০২৫–২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই–সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির আয় দাঁড়িয়েছে ২৭৪ কোটি ৪১ লাখ টাকা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১৫৭ কোটি ৯১ লাখ টাকা। আয় বাড়ার ফলে ইফাদ অটোস আগের বছরের একই সময়ে ৫ কোটি ৭০ লাখ টাকার লোকসান থেকে এবার কর-পরবর্তী ২ কোটি ৫৩ লাখ টাকা নিট মুনাফায় ফিরেছে। প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল শেয়ারপ্রতি ২১ পয়সা লোকসান।

কোম্পানি কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ১ হাজার ১ ইউনিট বাণিজ্যিক যানবাহন বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৬৬৬ ইউনিট। বাজারে বাণিজ্যিক যানবাহনের চাহিদা ও দামের উভয়ই বৃদ্ধি পাওয়ায় কোম্পানির আয় এই সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ইফাদ অটোস ২০২৪–২৫ অর্থবছরে উদ্যোক্তা পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে। ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ পয়সা, আগের বছরে যা ছিল ৬১ পয়সা। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ–সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

সমাপ্ত ২০২৩–২৪ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা, আগের বছরে যা ছিল ৫৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৯ পয়সা।

শেয়ারবাজারে ২০১৫ সালে তালিকাভুক্ত ইফাদ অটোসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ২৬৮ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে আছে ৫৯৬ কোটি ৫৯ লাখ টাকা।

মোট শেয়ারের সংখ্যা ২৬ কোটি ৮২ লাখ ৫৩ হাজার ৯১১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৫৪.৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬.০৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.০২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৯.০৩ শতাংশ শেয়ার।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে