ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Sharenews24

জয় বাংলা ধ্বনিতে থানা প্রাঙ্গণ সরগরম

২০২৫ নভেম্বর ১৬ ১০:০৪:৪৭
জয় বাংলা ধ্বনিতে থানা প্রাঙ্গণ সরগরম

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতারের পর থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রেফতারের পর তাদের থানায় আনা হলে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রিজন ভ্যান আটকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে করিমগঞ্জ বাজারের মোরগ মহাল এলাকা থেকে পুলিশ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজীকে গ্রেফতার করে।

একই রাতে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ী চত্বর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম বিলাশকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। বিলাশের বাড়ি পাকুন্দিয়ার চন্ডিপাশা গ্রামে।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়েছে।

করিমগঞ্জের দুই নেতাকে গ্রেফতারের খবর দ্রুত ছড়িয়ে পড়লে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা থানা চত্বরে অবস্থান নিয়ে আটক নেতাদের মুক্তির দাবি জানান। প্রিজন ভ্যানে তোলার সময় তারা গাড়িতে হামলার চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন বলে পুলিশ জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই দুজনকে জেলহাজতে পাঠানো হয়।

করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে