ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Sharenews24

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৫ নভেম্বর ১৬ ০৯:০৭:০৪
আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থার জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ মার্চ ২০২৬ তারিখে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আরব আমিরাতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। তবে সেদিন খালি চোখে চাঁদ দেখা কঠিন হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, হিসাব অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বছর রোজা ৩০ দিন পূর্ণ হতে পারে।

হিসাব অনুযায়ী, ১৯ মার্চ থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত চার দিনের ঈদ ছুটি হতে পারে। এরপর ২৩ মার্চ সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

অবশ্যই, চাঁদ দেখা সাপেক্ষে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে ইউএই মুন সাইটিং কমিটি। তবুও বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০ মার্চই শাওয়ালের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে