ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
Sharenews24

ব্যাংকিং খাতে এআই ব্যবহারে আসছে প্রথম নীতিমালা

২০২৫ নভেম্বর ০৯ ১০:৪১:৫৬
ব্যাংকিং খাতে এআই ব্যবহারে আসছে প্রথম নীতিমালা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা আগামী ডিসেম্বরের মধ্যে চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।এই নীতিমালার উদ্দেশ্য হলো ব্যাংকিং খাতে এআই ব্যবহারে নিরাপত্তা, নৈতিকতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

নীতিমালাটি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সাত সদস্যের একটি বিশেষ ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে। টিমটি আগামী মাসে পূর্ণাঙ্গ নির্দেশিকা জমা দেবে।

টিম লিডার ও আইসিটি বিভাগ-১ এর নির্বাহী পরিচালক জাকির হাসান বলেন,“এআই ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য সুবিধা আনতে পারে, তবে এর অনিয়ন্ত্রিত ব্যবহার নিরাপত্তা ঝুঁকি ও অনৈতিক কার্যকলাপের কারণ হতে পারে।”

নতুন কাঠামোর অধীনে বাংলাদেশ ব্যাংক নিজস্ব লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) এআই সিস্টেম চালুর পরিকল্পনা করছে। এর মাধ্যমে ক্রস-বর্ডার ডেটা স্থানান্তরের ঝুঁকি কমানো হবে।জাকির হাসানের ভাষায়, নিজস্ব এআই ব্যবহারে “বিদেশি সার্ভারে ডেটা যাওয়ার সম্ভাবনা কার্যকরভাবে রোধ করা যাবে।”

অর্থনৈতিক পূর্বাভাস ও নিরাপত্তায় নতুন দিগন্ত

প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে এআই ব্যবহৃত হবে —

মুদ্রাস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের পূর্বাভাসে,

লেনদেনের প্যাটার্ন বিশ্লেষণে অনিয়ম শনাক্ত করতে,

এবং জালিয়াতি ও অর্থপাচার প্রতিরোধে কার্যকর হাতিয়ার হিসেবে।

বাংলাদেশি ব্যাংকগুলোর প্রস্তুতি এখনো সীমিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সাম্প্রতিক তথ্যানুযায়ী—

৬০% ব্যাংকের এখনো এআই-সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা নীতিমালা নেই,

৬৮% ব্যাংক পরিচালনা নীতিমালায় এআই অন্তর্ভুক্ত করেনি,

৬৯% ব্যাংক আংশিক প্রস্তুত, আর মাত্র ১১% ব্যাংক সম্পূর্ণভাবে এআই বাস্তবায়নের জন্য প্রস্তুত।এছাড়া, শুধু ৫% ব্যাংক তাদের দুর্যোগ পুনরুদ্ধার পরিকল্পনায় এআই ব্যবহার করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে