ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

ইন্দোনেশিয়ার মুসলমানদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত

২০২৫ অক্টোবর ২৮ ১৫:১৬:১৫
ইন্দোনেশিয়ার মুসলমানদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে ওমরাহ পালন করতে আর বাধ্যতামূলকভাবে ট্যুর অপারেটরের প্যাকেজ নিতে হবে না। নতুন আইনে মুসলমানরা চাইলে নিজ উদ্যোগেই ওমরাহ করতে পারবেন—এটি এখন সম্পূর্ণ বৈধ।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ইচসান মারশা জানিয়েছেন, এই আইনে দুটি সমান্তরাল ব্যবস্থা চালু করা হয়েছে—প্রচলিত লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল অপারেটরের প্যাকেজ এবং নতুন ‘স্বাধীন ওমরাহ’ (Independent Umrah) ব্যবস্থা।

মারশা বলেন, “যারা নিজ উদ্যোগে ওমরাহ করবেন, তারা সৌদি আরবের নিয়ম মেনে ভিসা, ফ্লাইট, হোটেল ও পরিবহনের ব্যবস্থা নিজেরাই করবেন। এতে খরচও হবে তুলনামূলকভাবে নমনীয়।”

উপ-হজমন্ত্রী দাহনিল আনজার সিমানজুন্তাক জানান, সৌদি আরবের হালনাগাদ নীতিমালার সঙ্গে মিল রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা সংসদের সহযোগিতায় স্বাধীন ওমরাহকে আইনি স্বীকৃতি দিয়েছি, যাতে মুসলমানরা আরও সহজে পবিত্র এই ইবাদত সম্পন্ন করতে পারেন।”

নতুন এই বিধানটি আইন নম্বর ১৪, ২০২৫ সালের ধারা ৮৬-তে যুক্ত হয়েছে। এতে তিন ধরনের ওমরাহর স্বীকৃতি দেওয়া হয়েছে ট্রাভেল এজেন্সির মাধ্যমে,ব্যক্তিগতভাবে (স্বাধীন ওমরাহ) ও মন্ত্রণালয়ের বিশেষ ব্যবস্থাপনায়।

সরকার জানিয়েছে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো—যেসব ইন্দোনেশীয় আগে থেকেই নিজের উদ্যোগে ওমরাহ করতেন, তাদের আইনি সুরক্ষা ও স্বীকৃতি দেওয়া।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে