ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা

২০২৫ অক্টোবর ২৮ ১০:২৫:৪৭
ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট পদ শূন্য হলে তার ডেপুটি হুসেন আল-শেখ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।এই সিদ্ধান্তের পর দেশটিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, এটি সংবিধানবিরোধী এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে আব্বাসের ঘনিষ্ঠ সহযোগীর দিকে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা।

রোববার (২৬ অক্টোবর) জারি করা এক লিখিত ডিগ্রিতে আব্বাস বলেন,“প্রেসিডেন্ট মারা গেলে বা দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে।”

তবে ঘোষণায় আরও বলা হয়, “বিশেষ পরিস্থিতির কারণে” যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব না হয়, তাহলে ফিলিস্তিনি সেন্ট্রাল কাউন্সিল একবারের জন্য এই মেয়াদ বাড়াতে পারবে। — মিডল ইস্ট আই

এই ঘোষণা ফিলিস্তিনি রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।বিরোধীরা বলছে, এটি ফিলিস্তিনের মৌলিক আইনবিরোধী পদক্ষেপ।সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে পার্লামেন্টের স্পিকার (যিনি ২০০৬ সালে হামাস থেকে নির্বাচিত হয়েছিলেন) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হবেন।কিন্তু বহু বছর ধরে পার্লামেন্ট অচল এবং নতুন কোনো নির্বাচন হয়নি। এই শূন্যতার সুযোগে আব্বাস সম্প্রতি ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি করেন।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন,“ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই একতরফা সিদ্ধান্ত মৌলিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষায় রাজনৈতিক ব্যবস্থাকে বিকৃত করছে।”

তিনি আরও বলেন,“হামাস জাতীয় ঐক্যের কাঠামোর মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনি ইস্যুর অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করবে।”

চলতি বছরের এপ্রিলেই হুসেন আল-শেখকে প্যালেস্টাইন রাষ্ট্র ও পিএলও নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন আব্বাস। তখনও হামাস এই সিদ্ধান্তকে ‘ক্ষমতার একচেটিয়া দখল’ হিসেবে সমালোচনা করেছিল।

৬৩ বছর বয়সী হুসেন আল-শেখ বহুদিন ধরে আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি অতীতে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইসরায়েলি সামরিক ও মার্কিন কূটনৈতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।

তবে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে তার জনপ্রিয়তা অত্যন্ত কম।২০২২ সালে প্যালেস্টাইন পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচন হলে আল-শেখ মাত্র ৩ শতাংশ ভোট পেতেন।

এছাড়া, ২০১২ সালে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, যা পরবর্তীতে রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়।ফরেন পলিসি ম্যাগাজিন সম্প্রতি দাবি করেছে, অভিযোগ প্রত্যাহারের জন্য ওই নারীকে ‘নীরব থাকার বিনিময়ে’ এক লাখ ডলার প্রদান করা হয়েছিল।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে