ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

সাঈদীর ছেলেদের খোঁচা দিয়ে কঠিন জবাব পেলেন সাইদ খান

২০২৫ অক্টোবর ২৮ ১১:৫৫:৫৬
সাঈদীর ছেলেদের খোঁচা দিয়ে কঠিন জবাব পেলেন সাইদ খান

নিজস্ব প্রতিবেদক: দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী তাদের বাবার পরিচিতি ব্যবহার করে ভোটের প্রচারণা চালাচ্ছেন। এই বিষয়টি নিয়ে সম্প্রতি একটি আলোচনায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

সাংবাদিক নেতা সাইদ খান বলেন: “বাবা ভালো বলে সন্তানও ভালো হবে, এমনটা নাও হতে পারে। মাসুদ বা শামীম সাঈদী দেলোয়ার হোসাইন সাঈদীর সঙ্গে এক নয়। বাবার দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ এই পার্থক্য বুঝতে পারে। বাবার ইমেজ ব্যবহার করে কিছু অর্জন করা সম্ভব, কিন্তু ভোটে এটি যথেষ্ট নয়। সাধারণ মানুষ দেলোয়ার হোসাইন সাঈদীকে সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু তাই বলে তার সন্তানকে ভোট দেবে, এটা বিশ্বাস করা যায় না। মানুষ গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি ও শান্তিশৃঙ্খলার জন্য ভোট দেয়। তারা সমৃদ্ধির প্রতীক এবং শান্তির প্রতীক হিসেবে ‘ধানের শীষ’কে বেছে নেবে।”

সাঈদীর সন্তান মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন: “কোনো মানুষ আর অন্য কোনো মানুষ এক নয়। আপনি কি নিজের সন্তানকে নিজের মতো মনে করেন? যদি বলেন, সাঈদী সাহেব আর তার ছেলে এক নয়, তাহলে জনগণ প্রশ্ন করবে—শহীদ জিয়া আর তার ছেলে তারেক রহমান কি এক? হাসিনা আর তার ছেলে জয় কি এক? এরশাদ আর তার ছেলে কি এক? আপনারা সব কিছু নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু আমাদের মূল্যায়ন আমাদের আচরণের ওপর ভিত্তি করে করা হয়, টাকার কারণে নয়। মানুষ আমাদের ভালোবাসে আমাদের কর্মকাণ্ডের জন্য। তাদের জন্য আমরা ওরা ওদের মতো কাজ করতে দিক।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে