ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

পরীক্ষা না দিয়েই চাকরি পেলেন ৪২ জন

২০২৫ অক্টোবর ২৮ ১২:৪৪:৪৯
পরীক্ষা না দিয়েই চাকরি পেলেন ৪২ জন

নিজস্ব প্রতিবেদক: কোনো পরীক্ষা না দিয়েই, এমনকি আবেদনও না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বৈজ্ঞানিক সহকারী পদে চাকরি পেয়েছেন ৪২ জন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন (দুদক) পদক্ষেপ নিয়েছে।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, বারির সাবেক মহাপরিচালকসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। এ অনুমোদন সোমবার (২৭ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে দেওয়া হয়।

২০১৩ সালে বৈজ্ঞানিক সহকারী পদে ২০টি শূন্যপদে নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। বাছাই কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং কোটা বিবেচনা করে ১৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল।

কিন্তু পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, নিয়োগপ্রাপ্ত ১৮ জনের বাইরে আরও ৪২ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫ জন লিখিত পরীক্ষায় ফেল করেছেন, ১৪ জন সাক্ষাৎকারে উত্তীর্ণ হননি এবং ৩ জন আবেদনই করেননি। এই নিয়োগটি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে করা হয়েছে।

বারির তৎকালীন উপপরিচালক (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান ও মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মণ্ডল পরস্পরের যোগসাজশে এই ৪২ জনকে অবৈধভাবে নিয়োগ দেন।

মামলার আসামিরা হলেন সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মণ্ডল ও সাবেক উপপরিচালক (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান। নিয়োগপ্রাপ্ত বৈজ্ঞানিক সহকারীদের মধ্যে আছেন মো. সেরাজুল ইসলাম, এ কে এম মুসা মণ্ডল, মো. মুকুল মিয়া, মো. নুরুল হাসান, সুয়ান কুমার দাস, মশিউর রহমান, মো. এনামুল ইসলাম, মামুন উর রশিদ, মো. হারুন-উর-রশিদ, মো. আবু সাঈদ ভূঁইয়া, মো. রফিকুল ইসলাম ও আরও অনেকে।

বর্তমানে তারা বিভিন্ন গবেষণা কেন্দ্র ও উপকেন্দ্রে বৈজ্ঞানিক সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে