ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

আলোচিত সেই সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড 

২০২৫ অক্টোবর ২৮ ১৫:১২:৪৭
আলোচিত সেই সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে বিদেশি পিস্তল ও গুলি রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া অস্ত্র আইনের মামলায় এই রায় ঘোষণা করেন। সম্রাটকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতেই রায় দেওয়া হয়।

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর রমনা মডেল থানায় সিআইডির উপপরিদর্শক রাশেদুর রহমান বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, কাকরাইলের ‘মেসার্স হিস মুভিজ’ অফিস থেকে সম্রাট মতিঝিল, ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতেন।২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৯ আগস্ট পর্যন্ত সময়ে তিনি ১৯৫ কোটি টাকারও বেশি অবৈধ অর্থ উপার্জন করেন।

এই অর্থ গোপনে বিদেশে পাচার করা হয় তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানের মাধ্যমে—মূলত সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়।

অভিযোগপত্রে বলা হয়, সম্রাট ২০১১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৯ আগস্ট পর্যন্ত সময়ে ৩৫ বার সিঙ্গাপুরে, ৩ বার মালয়েশিয়ায়, ২ বার দুবাইয়ে, ১ বার হংকংয়ে ভ্রমণ করেছেন।আর এনামুল হক আরমান ২৩ বার সিঙ্গাপুর গেছেন একই সময়ে।

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।পরবর্তীতে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি বিদেশি পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।

বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেন।এর পরদিন (৭ অক্টোবর) র‌্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর র‌্যাব-১-এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন।একই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলার অভিযোগপত্র জমা দেন এসআই আব্দুল হালিম।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে