ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

শেখ সেলিম ও শেখ রেহানার বাড়ির বর্তমান অবস্থা

২০২৫ অক্টোবর ২৮ ১০:১১:৫৪
শেখ সেলিম ও শেখ রেহানার বাড়ির বর্তমান অবস্থা

নিজস্ব প্রতিবেদক: গুলশান ও বনানীর দুটি পরিত্যক্ত বাড়ির বর্তমান চিত্র এখন আলোচনা সৃষ্টি করেছে—দুটি বাড়িই একসময় ছিল দেশের অত্যন্ত প্রভাবশালী পরিবারের সদস্যদের মালিকানায়।

শেখ রেহানার বাড়িটি রাজধানীর গুলশানে। বর্তমানে এর অবস্থা জরাজীর্ণ—ভাঙা জানালার কাঁচ, জমে থাকা আবর্জনা আর আগাছায় ঢেকে গেছে চারপাশ। স্থানীয় এক চা বিক্রেতা বলেন,“প্রায় তিন মাস ধরে এই বাড়িতে কেউ আসে না। দিনের বেলায়ও দেখা যায় বানরদের ঘোরাফেরা। সন্ধ্যার পর এখানে আমি আর থাকি না, তাই রাতের অবস্থা বলতে পারব না।”

তিনি আরও জানান, বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সেটি এখন কার্যত ‘ভূতুড়ে বাড়ি’তে পরিণত হয়েছে। অথচ একসময় এখানেই ছিল রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দু—দিনরাত প্রভাবশালী ব্যক্তিদের যাতায়াত, আর বাইরে পাহারায় থাকত পিজিআর ও এসএসএফের সদস্যরা।

বাড়িটি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার নামে বরাদ্দ ছিল। ২০০৯ সালে একটি বিশেষ আইনের মাধ্যমে গুলশানে দেড় বিঘা আয়তনের এই বাড়ি তিনি পান। তবে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাড়িটি বিক্ষুব্ধ জনতার হামলায় ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ নিরাপত্তা সংক্রান্ত আইন বাতিলের ফলে শেখ রেহানা এখন আর এই বাড়ির মালিক নন।

এরপর বনানীর ২ নম্বর সড়কে অবস্থিত শেখ পরিবারের আরেক সদস্য শেখ সেলিমের বাড়ির দৃশ্যও একই রকম। একসময় এই বাড়ির সামনে নেতাকর্মীদের ভিড় লেগেই থাকত। বদলি, ঠিকাদারি বা দলীয় পদ পাওয়ার জন্য এখানে তদবির করতে আসতেন অনেকে। স্থানীয়দের ভাষায়, “এখানে বিনা খরচে কিছুই হতো না—যার পকেট যত ভারী, তার তদবির তত সফল।”

সরকার পতনের দিন এই বাড়িটিও ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ে যায় ও লুঠপাটের শিকার হয়। পরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় হামলার সময় আবারও বনানীর এই বাড়িতে আগুন দেওয়া হয়। সেই থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

“শেখ রেহানা ও শেখ সেলিম দুজনেই এখন পলাতক, আর তাদের বাড়িগুলো আজ নিস্তব্ধ ও পরিত্যক্ত—যেন ভূতুড়ে বাড়ির মতো পড়ে আছে। এটি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটি বড় শিক্ষা হতে পারে—যারা ক্ষমতায় গিয়ে ভুলে যান যে, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে