ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

আরশ থেকে ফিলিস্তিনে আল্লাহর রহমত

২০২৫ অক্টোবর ২৭ ১২:২৯:০০
আরশ থেকে ফিলিস্তিনে আল্লাহর রহমত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই বছরের যুদ্ধ ও ধ্বংসের মধ্যেও ফিলিস্তিনের কৃষি ক্ষেত্র বিশেষ করে খেজুর চাষে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। চলতি কৃষি মৌসুমে গাজায় প্রায় ২৫,৩০০ টন খেজুর উৎপাদিত হয়েছে, যা গত বছরের ২২,০০০ টনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

খেজুর গাছে পরিপক্ক খেজুরের গোছা ঝুলছে, কিছু গোছা সাদা কাপড়ে মোড়ানো, আর শ্রমিকরা মই ব্যবহার করে এগুলো সংগ্রহ করছেন। ধ্বংসস্তূপে পরিণত শহর ও ক্ষতিগ্রস্ত ভবন পরিষ্কার করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, তবু কৃষি কার্যক্রম অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনের খেজুর উৎপাদন মূল্যায়ন বিষয়ক সর্বোচ্চ কমিটি জানিয়েছে, ৮৯৩টি খেজুর বাগানে মোট ৩ লাখ ৫১ হাজার গাছের মধ্যে ৩ লাখ ২২ হাজার গাছে ফলন হয়েছে। কমিটির চেয়ারম্যান আশরাফ বারাকাত বলেন, খেজুর এখন ফিলিস্তিনের অন্যতম কৌশলগত কৃষি সম্পদে পরিণত হয়েছে।

সরকারি-বেসরকারি ও কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় উৎপাদন ও রপ্তানিতে বড় অগ্রগতি হয়েছে। তথ্য অনুযায়ী, গত বছর ফিলিস্তিন ৩৫টিরও বেশি দেশে ১৬,০০০ টন খেজুর রপ্তানি করেছে, যা আন্তর্জাতিক বাজারে ফিলিস্তিনি খেজুরকে স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছে। বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করছেন যে, বর্তমানে এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের শীর্ষ খেজুর রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে।

মহান আল্লাহ কখনও মুসলিমদের নিরাশ করেন না, যদিও ক্ষুধা, দারিদ্র্য ও যুদ্ধের মাধ্যমে পরীক্ষা নেওয়া হতে পারে। তাঁর রহমতে যুদ্ধস্তূপের মধ্যেও ফিলিস্তিনে কৃষি চর্চা ও সাফল্য অর্জিত হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে