ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

টঙ্গীর ইমাম মুফতি ‍মুহিবুল্লাকে যেভাবে অপহরণ করা হয়

২০২৫ অক্টোবর ২৬ ১২:১৪:৪৪
টঙ্গীর ইমাম মুফতি ‍মুহিবুল্লাকে যেভাবে অপহরণ করা হয়

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী টিঅ্যান্ডটি কলোনির বিটিসিএল মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানী অপহরণের শিকার হয়েছেন।

মুফতি মুহিবুল্লাহ জানিয়েছেন, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে পাঁচজন তাকে ধরে চোখ-মুখে কালো কাপড় বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে বেধড়ক মারধর করেন, যার ফলে তিনি অচেতন হয়ে যান।

তিনি আরও জানান, গত ১১ মাস ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা চিঠির মাধ্যমে তাকে হুমকি দিচ্ছিলেন। তাকে ইসকন ও বাংলাদেশের বিভিন্ন ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে কথা বলতে বলা হয়। যদি তা না মানতেন, তাকে হত্যার হুমকি দেয়া হতো।

পঞ্চগড় সদর ইউনিয়নের সিতারাম হেলিপ্যাড এলাকায় বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা তাকে গাছের নিচে পায়ের শিকল দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করেন। পরে পুলিশ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

মুফতি মুহিবুল্লাহ নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে