ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

গ্রেফতার অবস্থায় ফেসবুকে সক্রিয় আ. লীগ নেতা

২০২৫ অক্টোবর ২৬ ১১:০১:২২
গ্রেফতার অবস্থায় ফেসবুকে সক্রিয় আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির পার্টি অফিস ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রিফাত তারিককে গ্রেফতার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, গত ১৭ অক্টোবর রিফাত তারিককে আটক করা হয়। বিএনপির উপজেলা কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম সরাসরি এজাহারে ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।

তবে গ্রেফতারের পর পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও রিফাত তারিক ফেসবুকে সক্রিয়! তিনি নিজের ফেসবুক আইডি থেকে ছবি পোস্ট করছেন, অনুসারীদের সঙ্গে কথা বলছেন, এমনকি লাইভে মন্তব্যের উত্তরও দিচ্ছেন— এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।

এই ঘটনা ঘিরে এলাকায় চলছে তীব্র আলোচনা-সমালোচনা।অনেকে প্রশ্ন তুলছেন— গ্রেফতার হয়ে পুলিশ হেফাজতে থেকেও একজন আসামি কীভাবে ফেসবুক ব্যবহার করতে পারেন? হেফাজতে থাকা অবস্থায় মোবাইল ব্যবহারের সুযোগ পেলেন কীভাবে?

এ বিষয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে অনুসন্ধান চলছে বলে জানা গেছে।স্থানীয় রাজনৈতিক মহল ঘটনাটিকে ‘অস্বাভাবিক ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে