ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ যা জানা গেল

২০২৫ অক্টোবর ২৬ ১১:১৮:০২
ঘূর্ণিঝড় নিয়ে সবশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে শিগগিরই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, নিম্নচাপটি ২৭ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর এর গতিপথ নির্ধারণ করা সম্ভব হবে।বর্তমান পূর্বাভাস অনুযায়ী, এটি ২৮ বা ২৯ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, ঘূর্ণিঝড়টি ‘সিভিয়ার সাইক্লোন’ বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর প্রভাবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বৃষ্টি হতে পারে। বিশেষ করে—

রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে বৃষ্টিপাত হবে তুলনামূলক কম।

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও কম থাকতে পারে।

‘মন্থা’ নামটি রেখেছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুবাসিত ফুল’ বা ‘সুন্দর ফুল’। ২০০৪ সাল থেকে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (WMO) এবং আঞ্চলিক আবহাওয়া সংস্থা RSMC যৌথভাবে ঘূর্ণিঝড়ের নামকরণ করে আসছে।

এই নামকরণ প্রক্রিয়ায় অংশ নেয় ১৩টি দেশ— ভারত , বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ , মিয়ানমার , ওমান , পাকিস্তান ,থাইল্যান্ড , ইরান , কাতার , সৌদি আরব , ইয়েমেন , সংযুক্ত আরব আমিরাত।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে