ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

‘আমি এখানে মারা যাব, আমাকে বাঁচান’

২০২৫ অক্টোবর ২৬ ১১:৫৫:৪২
‘আমি এখানে মারা যাব, আমাকে বাঁচান’

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে আটকা পড়া এক ভারতীয় যুবকের সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মরুভূমির মধ্যে উটের সঙ্গে হাঁটছেন ওই যুবক। কাঁপা কণ্ঠে তিনি বলছেন, “আমি বাড়ি ফিরতে চাই। আমাকে সাহায্য করুন, না হলে আমি মারা যাচ্ছি।”

উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার এই যুবক অভিযোগ করেছেন, তার কফিল (স্পন্সর) পাসপোর্ট আটকে রেখেছে এবং মৃত্যু পর্যন্ত হুমকি দিচ্ছে। বিষয়টি নজরে আসতেই সৌদিতে থাকা ভারতীয় দূতাবাস তার খোঁজ নিচ্ছে।

দিল্লি-ভিত্তিক এক আইনজীবী ভিডিওটি শেয়ার করেছেন, যেখানে যুবক ভোজপুরি ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করার আবেদন জানান। তিনি জানান, “আমার মায়ের কাছে ফিরতে হবে। আমাকে বাঁচান।”

ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি, তবে ভারতীয় দূতাবাস বিষয়টি নজরে নিয়ে পদক্ষেপ শুরু করেছে।

এ ঘটনায় পুনরায় আলোচনায় এসেছে সৌদিতে বহুল সমালোচিত কাফালা ব্যবস্থা, যা বিদেশি শ্রমিকদের ভিসা, জীবনযাত্রা এবং কর্মস্থল নিয়ন্ত্রণ করত। মানবাধিকার সংগঠনগুলো এই ব্যবস্থাকে আধুনিক দাসত্বের সঙ্গে তুলনা করে আসছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে