ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

রাজধানীতে সতর্ক থাকার জন্য তিতাসের নির্দেশনা

২০২৫ অক্টোবর ২৬ ১১:৪৮:৫০
রাজধানীতে সতর্ক থাকার জন্য তিতাসের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ বাতাসে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাসানটেক, দক্ষিণখানসহ ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া গেছে।

তিতাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান জানান, ঢাকার বিভিন্ন স্থানে বর্তমানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। সংস্কারের সময় পাইপলাইনে ব্যবহৃত বিশেষ রাসায়নিক পদার্থের কারণে এই গন্ধ ছড়াতে পারে। এছাড়া পাইপলাইনে লিকেজ থাকলেও গ্যাসের গন্ধ অনুভূত হতে পারে।

তিনি আরও বলেন, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কেউ যদি নির্দিষ্ট এলাকায় গ্যাসের গন্ধ পান, তাহলে তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে