ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের বড় ঘোষণা

২০২৫ অক্টোবর ২৫ ১৫:১১:৩৬
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেল বাস্তবায়নের পর সরকারি ব্যয় বাড়লেও রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে অর্থ বিভাগ। সম্প্রতি জাতীয় পে-কমিশনের কাছে পাঠানো এক মতামতে এমন তথ্য জানিয়েছে বিভাগটি।

অর্থ বিভাগ বলেছে, ২০১৫ সালের পর থেকে চাকরিজীবীদের বেতন কাঠামো পরিবর্তন হয়নি। ফলে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় বেতন পুনর্বিন্যাস সময়ের দাবি। নতুন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের কাজও শুরু হয়েছে।

পে-কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন, “আমাদের সম্পদ সীমিত, তবুও সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে।”

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেট আকারে প্রকাশ করা হবে, পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করা হবে না। চলতি (২০২৫-২৬) অর্থবছরের সংশোধিত বাজেটেই বরাদ্দ দেওয়া হবে, যাতে আগামী মার্চ বা এপ্রিলে নতুন স্কেল কার্যকর করা যায়।

অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী, দুটি উৎস থেকে অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা হবে—সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া বৃদ্ধি, আয়করের আওতা বাড়ানো

বর্তমানে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা, যা নতুন কাঠামোতে ১৬,০০০ টাকার বেশি হতে পারে। ফলে নিম্নবেতনভুক্তরাও আয়করের আওতায় আসবেন, এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে।

অর্থ বিভাগ মনে করছে, বেতন বাড়ালে শুধু ব্যয় নয়, রাজস্বও বাড়বে—যা অর্থনীতিতে ভারসাম্য আনবে। এছাড়া ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রাক্কালে দক্ষ মানবসম্পদ ধরে রাখতে একটি প্রতিযোগিতামূলক ও সময়োপযোগী বেতন কাঠামো অপরিহার্য।

পে-কমিশন জানিয়েছে, অনলাইনে সংগৃহীত মতামত ও সুপারিশ যাচাই-বাছাই চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বেতন কাঠামোর সুপারিশ সরকারে জমা দেওয়া হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে