ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

২০২৫ অক্টোবর ২৫ ১৪:৫১:৩৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, “গত বছরের মতো এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) পদ্ধতিতে হবে।”

ইউজিসির সর্বশেষ ৪৯তম বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট আসন ছিল ৯,০১,৫৪৫টি। এ বছর ৭,০৪,১৯৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, ফলে ১,৯৭,৩৪৯টি আসন শূন্য ছিল। শুধুমাত্র স্নাতক সম্মান/কারিগরি পর্যায়ে মোট আসন ছিল ৪,৩৬,০৯০টি, ভর্তি শিক্ষার্থী ৩,৪৯,৭১৫ জন, আর শূন্য আসন ৮৬,৩৭৫টি।

উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো জিপিএ ভিত্তিক ভর্তি পদ্ধতি শুরু করেছিল। তবে দীর্ঘ বিরতির পর, গত বছর আবারও ভর্তি পরীক্ষা পুনরায় শুরু হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে