ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

পশু পাখিদের নিয়ে বিজ্ঞানীদের অবাক করা কোরআনের তথ্যগুলো

২০২৫ অক্টোবর ২৪ ১১:৩০:৩৭
পশু পাখিদের নিয়ে বিজ্ঞানীদের অবাক করা কোরআনের তথ্যগুলো

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআনে বহু আয়াতেই মানুষের সঙ্গে পশু-পাখির জীবনযাপন ও সামাজিক আচরণের মিল ইঙ্গিত করা হয়েছে। বিশেষ করে সূরা আন‘আম, আয়াত ৩৮-এ বলা হয়েছে, “ভূ-পৃষ্ঠে বিচরণশীল এমন কোন জীব নেই আর দুডানা সহ উড্ডয়নশীল এমন কোন পাখি নেই, যারা তোমাদের মত এক একটি জাতি নয়। আমি কিতাবে কোন বিষয়ই লিপিবদ্ধ করতে বাদ রাখিনি।”

তাফসীরে বলা হয়েছে, এই আয়াতের অর্থ হলো প্রাণীও আল্লাহর নিখুঁত পরিকল্পনায় মানুষের মতোই একটি জাতি বা সম্প্রদায় হিসেবে সমাজবদ্ধভাবে বাস করে। তাদেরও আল্লাহ রুজি দেন এবং তাঁরা তাঁর শক্তি ও জ্ঞানের আওতায় আছেন।

প্রাণী ও পাখির সামাজিক জীবন

গবেষকরা উল্লেখ করেন, কোরআনের এই আয়াত বাস্তব জীবনের সঙ্গে অসাধারণভাবে মিলে যায়। উদাহরণস্বরূপ:

পাখি: তারা মিগ্রেটরি প্যাটার্নে বা উড্ডয়নশীল গ্রুপে জীবন কাটায়। একসাথে খাবার খোঁজা, সন্তানদের রক্ষা করা ও বিপদের সময় সতর্ক করা – এ সব সামাজিক আচরণের নিখুঁত উদাহরণ।

সমুদ্রিক প্রাণী: ডলফিন ও তিমি দলবদ্ধভাবে বসবাস করে, একসাথে শিকার করে, আহত সদস্যদের সাহায্য করে এবং বিপদ থেকে সতর্ক করে।

পিঁপড়া: একটি কলোনিতে বসবাস করে, রানি ডিম পাড়ে, সৈনিকরা নিরাপত্তা নিশ্চিত করে এবং শ্রমিকরা খাদ্য সংগ্রহ ও পরিচ্ছন্নতা বজায় রাখে।

মানব জীবনের শিক্ষা

এই আয়াত থেকে বোঝা যায়, মানবও সামাজিক জীব। পশুপাখি ও প্রাণীর সমাজবদ্ধ জীবন আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহর পরিকল্পনায় প্রতিটি প্রাণীর জীবনধারা সুন্দরভাবে সমন্বিত। তারা বেঁচে থাকার, খাদ্য সংগ্রহ ও প্রজননের জন্য প্রাকৃতিক নিয়ম মেনে চলে।

ড. সাইফুল ইসলাম, কোরআন ও বিজ্ঞান গবেষক, বলেন, “কোরআন শুধু আধ্যাত্মিক দিকই নয়, প্রকৃতির বাস্তবতা ও বিজ্ঞানও দেখায়। পশুপাখি ও প্রাণীর সামাজিক আচরণ কোরআনের আয়াতের সঙ্গে মিলে যায়, যা মানুষের জন্য শিক্ষণীয়।”

পৃথিবীর প্রতিটি প্রাণী, পাখি ও সমুদ্রজীবীর জীবনধারা আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। এই সমাজবদ্ধতা মানুষেরও শিখতে হবে, যাতে আমরা প্রকৃতি ও সমাজের সঙ্গে সমন্বয় বজায় রাখতে পারি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে