ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

সাবেক এমপি ফজলে করিম এখন ‘শ্যোন-অ্যারেস্ট’

২০২৫ অক্টোবর ২৩ ১৫:৫৩:২৪
সাবেক এমপি ফজলে করিম এখন ‘শ্যোন-অ্যারেস্ট’

নিজস্ব প্রতিবেদক: সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখানো হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। আসামি ফজলে করিম চৌধুরী কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মামলাটিতে ১০৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৭৯০ টাকা সন্দেহজনক লেনদেন এবং ৫ কোটি ৯৪ লাখ ৯২ হাজার ৭৭২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালের ১৩ জুলাই দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ থেকে মামলাটি দায়ের করেন উপসহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এবিএম ফজলে করিম চৌধুরীর নামে ১২টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। এসব হিসাবে ৫৪ কোটি ৩৯ লাখ টাকা জমা এবং ৫৪ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

দুদক বলছে, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন করতে তিনি এই লেনদেনগুলো করেছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়া তদন্তে দেখা যায়, তার মোট সম্পদ ২৪ কোটি ৮ লাখ টাকা, যার মধ্যে বৈধ আয় ১৮ কোটি ১৩ লাখ টাকা। ফলে তিনি ৫ কোটি ৯৪ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগ।

ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে—২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারা,মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর তিনি ভারতে পালানোর চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক আটক হন। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর বিকেলে হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে