ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

আ.লীগের ঝটিকা মিছিল নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

২০২৫ অক্টোবর ২৩ ১৭:১৬:২৩
আ.লীগের ঝটিকা মিছিল নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রাজধানীতে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা বেড়েছে। তবে এই ঝটিকা মিছিলের বেশির ভাগই সোশ্যাল মিডিয়া ভিত্তিক, বাস্তবে তা তেমন গুরুত্বপূর্ণ নয়। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি-জাইকার আয়োজনে রোড সেফটি সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৭ বছরে বড় কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। বর্তমানে কর্মরত দুই লাখ পুলিশ সদস্যের প্রায় অর্ধেকই এই সময়ে নিয়োগপ্রাপ্ত, যারা কখনো ভোট দেননি বা নির্বাচনের অভিজ্ঞতা নেই।’ তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

তিনি বলেন, ‘আমি সব সময় অফিসারদের বলি, ১০০ শতাংশ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’ এবারের নির্বাচনকে তিনি ‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ হওয়ার আশা ব্যক্ত করেন।

সাজ্জাত আলী আরও বলেন, ‘যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না, তারা পরিস্থিতি জটিল করার চেষ্টা করতে পারে। একটি দল নিষিদ্ধ ঘোষিত, যারা ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করছে। তবে আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি, যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।’

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে