ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

আল্লাহ ও রাসুল (সা.) নিয়ে অন্তরে বাজে চিন্তা এলে যা করবেন

২০২৫ অক্টোবর ২১ ১৭:২০:৪৯
আল্লাহ ও রাসুল (সা.) নিয়ে অন্তরে বাজে চিন্তা এলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক: মানুষের মনে নানা ধরনের চিন্তা আসে। কখনো কিছু চিন্তা এতটাই ভয়াবহ হয় যে, তা আল্লাহ, রাসুল (সা.), কুরআন, শরিয়ত কিংবা ইমান সম্পর্কেও সংশয়ের জন্ম দেয়। এতে কেউ কেউ ভয় পেয়ে যান, নিজের ইমান নিয়ে শঙ্কিত হয়ে পড়েন।

এই ধরনের অবাঞ্ছিত ও অবিনীত চিন্তা মূলত শয়তানের পক্ষ থেকে আসা ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। আল্লাহ তায়ালা কুরআনে এ বিষয়ে পরিষ্কার দিকনির্দেশনা দিয়েছেন: “আর যদি শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও।”(সূরা আ‘রাফ, আয়াত ২০০)

এটি শুধু সেইসব মানুষের মধ্যেই বেশি দেখা যায় যারা দ্বীনের পথে চলার চেষ্টা করছেন।

যারা গাফেল, গুনাহে লিপ্ত কিংবা আল্লাহকে ভুলে গেছেন, তাদের মনে এসব চিন্তা সচরাচর আসে না।

তাই এই ধরনের চিন্তা হওয়াকে ইমানের একটি নিদর্শন হিসেবেই উল্লেখ করেছেন অনেক আলেম।

এক সাহাবি রাসুলুল্লাহ (সা.)-কে বলেছিলেন:“আমার মনে এমন চিন্তা আসে, যা মুখে বলার চেয়ে আগুনে পুড়ে যাওয়াকে শ্রেয় মনে করি।”

নবীজি (সা.) উত্তরে বলেছিলেন:“এটাই খাঁটি ঈমানের আলামত।” (সহিহ মুসলিম)

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ ও আলেম হজরত আশরাফ আলী থানভী (রাহ.) দিয়েছেন বাস্তবসম্মত ও শরিয়তসম্মত ৫টি করণীয়:

✅ অন্তরে খারাপ চিন্তা এলে করণীয় ৫টি কাজ:

ভ্রুক্ষেপ না করা:

এই চিন্তাগুলোকে পাত্তা দেবেন না। আপনি নিজে যখন বিরক্ত হন, বুঝবেন — আপনি ইমানদার।

আল্লাহর শুকরিয়া আদায় করুন:

এই ভাবনায় অস্থির হওয়াটা ইমানের আলামত। তাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন।

"আমানতু বিল্লাহি ওয়া রাসুলিহ" পড়ুন:

অর্থ: “আমি আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনলাম।” — এটা পড়লে মন মজবুত হবে।

বাঁ দিকে থুথু নিক্ষেপ করুন (প্রতীকী):

রাসুল (সা.) বলেছেন, শয়তান সাধারণত বাঁ দিক থেকে ওয়াসওয়াসা দেয়। তাই বাঁ দিকে (প্রতীকীভাবে) থুথু ফেলার কথা বলা হয়েছে।

আল্লাহর কাছে পানাহ চাওয়া:

“আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম” — এ দোয়া বেশি বেশি পড়ুন এবং শয়তানের ধোঁকা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন।

এই সব চিন্তা আসা ইচ্ছাকৃত নয়, বরং শয়তানের পক্ষ থেকে আসা ধোঁকা।আপনি যদি এসব চিন্তায় অস্থির হন ও তা থেকে মুক্তি চান, তবে ইনশাআল্লাহ আপনি গোমরাহ হবেন না।ভয় নয়, বরং সাবধানতা ও সচেতনতাই মুক্তির পথ।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে