ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

জামায়াত নেতা তাহেরের শারীরিক অবস্থা নিয়ে নতুন আপডেট

২০২৫ অক্টোবর ২১ ১৭:১২:২৩
জামায়াত নেতা তাহেরের শারীরিক অবস্থা নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বর্তমানে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এটি নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ বলে জানিয়েছে দলটি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন,“তিনি সুস্থ আছেন, দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জামায়াতের ফেসবুক পেজ থেকেও এ তথ্য জানানো হয়।দলটির প্রচার বিভাগ সূত্রে জানা গেছে,গত দুই মাস ধরে আব্দুল্লাহ তাহের কিছুটা অসুস্থতা বোধ করছিলেন।

জাতিসংঘ সফরের সময় তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাও নিয়েছিলেন।সেই চিকিৎসারই ফলোআপ পর্যবেক্ষণ হিসেবে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জামায়াত নেতারা তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসী ও কর্মী-সমর্থকদের দোয়ার আহ্বান জানিয়েছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে