ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

১/১১ আ.লীগের পরিকল্পনা ফাঁস করলেন রাশেদ খাঁন

২০২৫ অক্টোবর ১৯ ১২:২৮:৪৮
১/১১ আ.লীগের পরিকল্পনা ফাঁস করলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা রাশেদ খান বলেছেন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করা না গেলে তারা আবার ক্ষমতায় ফিরবে, এবং ফিরে আসলে শেখ হাসিনার ‘পা ধরলেও’ কেউ ক্ষমা পাবে না।

রোববার (১৯ অক্টোবর) সকালে সোয়া ১১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান বলেন,“আমি আগেও বলেছি—নির্বাচনের আগে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে আওয়ামী লীগ। তাদের পরিকল্পনার অংশ অগ্নিসংযোগ, গুপ্তহত্যা এবং নির্বাচন বানচালের পাঁয়তারা।”

তিনি আরও দাবি করেন,“যদি ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে পারে আওয়ামী লীগ, তাহলে দেশে আরেকটা ১/১১ নেমে আসবে। আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো বৈধ পথ নেই বলেই তারা আগুন ও সহিংসতার পথ বেছে নিয়েছে।”

রাশেদ খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“যারা ভোটের রাজনীতির হিসাব করে আওয়ামী লীগকে এখন মাফ করে দিচ্ছেন, তারা ভুল করছেন। আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও কেউ ক্ষমা পাবে না।”

ফেসবুক পোস্টে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,“ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এক হতে হবে। নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করে যেন ভারতীয় আধিপত্যবাদী শক্তি ও তাদের মিত্র আওয়ামী লীগকে আবার ফিরে আসতে না দেওয়া হয়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে