ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

ভাইয়ের মুখে মাহফুজ আলমের নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত

২০২৫ অক্টোবর ১৮ ১৯:৫৩:৪৬
ভাইয়ের মুখে মাহফুজ আলমের নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হতে পারেন বলে জানিয়েছেন তার ছোট ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

শুক্রবার বিকেলে রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এনসিপি আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় মাহবুব আলম এই তথ্য জানান।

বক্তব্যে মাহবুব আলম বলেন:“গত ১৭ বছরে রামগঞ্জে তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। অবকাঠামো ভেঙে পড়েছে, মানুষের বাকস্বাধীনতা ছিল না। ৫ আগস্টের পটপরিবর্তনের পর মানুষ আবার কথা বলার সাহস পাচ্ছে। তারা এখন তাদের দুঃখ-দুর্দশা নিয়ে আমাদের সঙ্গে খোলামেলা কথা বলছে।”

তিনি আরও বলেন:“ইছাপুর ইউনিয়নের মানুষের জন্য গর্বের বিষয়, এখানকার মাটি থেকে আমরা একজন উপদেষ্টা পেয়েছি। মাহফুজ আলমের মাধ্যমে ইতিমধ্যে রামগঞ্জের উন্নয়নের চেষ্টা চলছে। যদি তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন, তাহলে রামগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হবেন।”

৫ আগস্টের পরিবর্তন প্রসঙ্গে মাহবুব আলম বলেন,“এই দিনে দেশে রাজনৈতিক বন্দোবস্তের আমূল পরিবর্তন হয়েছে। প্রতিহিংসার রাজনীতি আর নয়—এখন সময় জনগণের কথা শোনার ও কাজ করার।”

সভায় আরও বক্তব্য দেন:এনসিপির সদস্য আরিফ সোহেল,ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল,ছাত্র প্রতিনিধি ইসমাইল রাফি ও নাইম সালেহীন,সভাপতিত্ব করেন এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ, এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটু।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে