ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
Sharenews24

রাত ৯টা পর্যন্ত শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ

২০২৫ অক্টোবর ১৮ ২০:০০:১৪
রাত ৯টা পর্যন্ত শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সর্বশেষ ৮টি ফ্লাইট অবতরণের পর নতুন কোনো ফ্লাইট শাহজালালে অবতরণ করেনি। যদিও আগে বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছিল, এখন পর্যন্ত নতুন করে কোনো ডাইভার্টের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩৪ মিনিটে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বেড়ে ৩৭-এ উন্নীত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমবারের মতো রোবট ব্যবহারের কথাও জানা গেছে। ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় ৫-৬ কিলোমিটার দূর থেকেও তা দেখা যাচ্ছিল।

অগ্নিকাণ্ডের জেরে শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক বিবৃতিতে জানায়, অগ্নিনির্বাপণ অভিযানে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে