ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

২০২৫ অক্টোবর ১৯ ১১:৩৫:৩৯
মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রাজধানীবাসীর সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে। যাত্রীদের চাহিদা ও সেবার মান বাড়াতে দুই দিকেই ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা করে বাড়ানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬:৩০ মিনিটে ছাড়বে এবং শেষ ট্রেন রাত ১০:১০ মিনিটে। অপরদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭:১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০:১০ মিনিটে ছাড়বে।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিন তরফদার জানিয়েছেন, এ পরিবর্তন ১৯ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। তবে শুক্রবারের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

এই সময়সীমা বৃদ্ধির ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং সন্ধ্যার পর যাতায়াতকারীরা বড় সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে