ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

শিক্ষকদের অনশনে হাসনাত ও তাসনিমের সখ্য

২০২৫ অক্টোবর ১৯ ০৯:৫৪:০৭
শিক্ষকদের অনশনে হাসনাত ও তাসনিমের সখ্য

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবির অধিকার আদায়ের জন্য এক সপ্তাহের বেশিদিন ধরে আন্দোলন করছেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়া দুইটা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে আমরণ অনশন শুরু করেন তারা, যাতে একাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

রোববার ভোরে কেন্দ্রীয় শহিদ মিনারে অসুস্থ অবস্থায় থাকা কয়েকজন শিক্ষকের খোঁজখবর নিতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। উপস্থিতিতে তারা শিক্ষক নেতাদের আন্দোলন অব্যাহত রাখার পরামর্শ দেন ও দাবি আদায়ের পক্ষে মনস্তাত্ত্বিক সমর্থন জানান।

কর্মসূচির সংগঠক ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত ও তাসনিমের সঙ্গে বিশ্বস্ত মুহূর্তের ছবি শেয়ার করে জানান, দুই নেতাই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রয়োজনে দাবি আদায়ের জন্য দৃঢ় থাকার কথাও বলেছেন।

বর্তমান আন্দোলনের অন্যতম বিকল্প কর্মসূচি হিসেবে রবিবার শিক্ষকরা একটি ‘ভুখা মিছিল’ বের করার ঘোষণা দিয়েছেন। এ মিছিল শহীদ মিনার থেকে শুরু করে শিক্ষা ভবনের দিকে যাবে, যেখানে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে ক্ষুধার্ত অবস্থায় তাদের দাবি উপস্থাপন করবেন। আন্দোলনকারীদের দাবি সংক্ষেপে:বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধি প্রত্যাহার,মাসিক ১৫০০ টাকা মেডিকেল ভাতা নিশ্চিত,অন্যান্য শ্রমসুরক্ষা ও বেতনগত দাবিসমূহ পূরণ।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “২০ শতাংশ বাড়িভাড়া মানে ২০; ১৫০০ টাকা মেডিকেল ভাতা — এখানে কোনো ছাঁটাই বা কমানোর কথাই বিবেচ্য নয়। যতক্ষণ দাবি পূরণ হবে না, ততক্ষণ সারাবিশ্বের শিক্ষকরা রাজপথে থাকবেন; প্রয়োজনে রক্তদানও করতে প্রস্তুত আমরা।”

এ পরিস্থিতিতে শিক্ষা ভবন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে