ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

শাহজালালে অগ্নিকাণ্ড নিয়ে সেনাবাহিনীর ফেসবুক পোস্ট

২০২৫ অক্টোবর ১৯ ১২:১৩:৫৯
শাহজালালে অগ্নিকাণ্ড নিয়ে সেনাবাহিনীর ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশগ্রহণ করে।

বিজ্ঞানসম্মত রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পায়। অগ্নিনির্বাপনকালে ১০ জন আনসার সদস্য, ৩ জন ফায়ার ফাইটার এবং ১ জন পুলিশ সদস্য শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাদেরকে জরুরি ভিত্তিতে সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ফেসবুক পোস্টে জানিয়েছে, যেকোনো দুর্যোগে জনগণের পাশে থেকে সহায়তা প্রদানে তারা সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে